দেশজুড়ে

ছয়তলা ভবন থেকে লাফ দিলেন নারী, পরে মরদেহ উদ্ধার

ছয়তলা ভবন থেকে লাফ দিলেন নারী, পরে মরদেহ উদ্ধার

সিলেটে একটি বহুতল ভবনের ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী তিনতলা বাসার দ্বিতীয় তলার কার্নিশ থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নারীর নাম সাবিহা সুলতানা (৩৭)। তিনি সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহিউদ্দিন আহমদের মেয়ে। আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নম্বর বাসায় বাবার বাড়ির লোকজনের সঙ্গে থাকতেন সাবিহা।

Advertisement

নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯টার দিকে ছয়তলা বাসার বেলকনি থেকে লাফ দিয়ে পার্শ্ববর্তী তিনতলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যান সাবিহা। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দ্বিতীয় তলার কার্নিশ থেকে সাবিহার মরদেহ উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, নিহত সাবিহার ভাই একজন চিকিৎসক। তিনি বলেছেন, সাবিহা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।

Advertisement

আহমেদ জামিল/এসআর/এএসএম