জাতীয়

রান্নার চুলা থেকে নতুন শাড়িতে আগুন, গৃহবধূর মৃত্যু

রান্নার চুলা থেকে নতুন শাড়িতে আগুন, গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামে ঈদের দিন রান্নার সময় নতুন শাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে ঊর্মি আকতার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

এর আগে ঈদের দিন বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চাতরী ইউনিয়নের খাসখামা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উর্মি ওই গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী ও একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. সেলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন নতুন শাড়ি পড়ে্ ঊর্মি রান্না করছিলেন। এ সময় অসতর্কতাবশত চুলা থেকে ঊর্মির শাড়িতে আগুন লাগে। একপর্যায়ে আগুন পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। আগুন নেভাতে গিয়ে স্বামী ও চাচাতো দেবরও আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতের মামা মোহাম্মদ ফরহাদুন্নবী জানান, চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে। একপর্যায়ে রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে তার স্বামী ও এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

আনোয়ারা থানার ওসি মো. তৈয়্যবুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমডিআইএইচ/জেএইচ/এএসএম