কিশোরগঞ্জের কটিয়াদীতে বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে তিন সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
Advertisement
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন গভীর রাতে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, নির্যাতনের শিকার ওই নারীর স্বামী স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। ঈদের দিন রাতেও তিনি বাজার পাহারায় ছিলেন। ছেলেমেয়েদের নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী।
রাত ১টার দিকে জানলার সিটকিনি খুলে ঘরে ঢোকেন একই এলাকার ইদ্রিস আলীর ছেলে হাকিম মিয়া। তিনি অস্ত্রের মুখে ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যান।
Advertisement
খবর পেয়ে মঙ্গলবার (১ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে হাকিমকে আসামি করে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন।
জেলার হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, আসামিকে ধরতে পুলিশি অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার গৃহবধূকে জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
এসকে রাসেল/এসআর/এএসএম
Advertisement