২৩ সদস্যকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গেল মৌসুমের সঙ্গে তুলনায় এবারের চুক্তিতে বেশকিছু রদবদল দেখা গেছে।
Advertisement
নতুন করে চুক্তিতে এসেছেন স্যাম কনস্টাস, তাসমানিয়ান অলরাউন্ডার বিউ ওয়েবস্টার ও ম্যাট কুনেম্যান। গেল মৌসুমের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়েছেন শন অ্যাবট, অ্যারন হার্ডি ও টড মারফি।
নতুন চুক্তিতে ডাক পাননি কুপার কনলি ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও। যদিও অনেকেই আশা করছিলেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গুছাতে তাদেরকে রাখা হবে। তবে শেষ পর্যন্ত সেটি করেনি সিএ। ২৩ জনের তালিকায় জায়গা হয়নি নাথান ম্যাকসুইনিরও।
অ্যাবট ও হার্ডি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলেননি। মারফি শ্রীলঙ্কা সফরে গিয়ে একমাত্র টেস্ট খেলেছিলেন তৃতীয় স্পিনার হিসেবে। ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ার এশিয়ান সফর নেই। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনটি টেস্টে দুই স্পিনার খেলানোর সম্ভাবনা থাকলেও শ্রীলঙ্কায় কুনেমান ও নাথান লায়নের সফলতার কারণে মারফি বাদ পড়েছেন।
Advertisement
শ্রীলঙ্কা সফরে চোট নিয়েও দারুণ পারফর্ম করেছেন কুনেম্যান। এরপর বোলিং সন্দেহে পড়লেও আইসিসির পরীক্ষায় পাস করেন তিনি। বর্তমানে তাকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় শীর্ষ টেস্ট স্পিনার বলে ধরা হয়।
কুনেম্যানকে নিয়ে নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘ম্যাট শ্রীলঙ্কায় আবারও অসাধারণ খেলেছে এবং আমরা মনে করি, আগামী ১৮ মাসে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেকেই চমক দেখানো কনস্টাসকে নিয়ে বেইলি বলেন, ‘সাম কনস্টাসের মধ্যে আমরা সম্ভাবনাময় প্রতিভা দেখছি, যে প্রথম শ্রেণির ক্রিকেটে ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হবে।’
মিচেল মার্শ এখনও চুক্তিবদ্ধ রয়েছেন। যদিও গত গ্রীষ্মে টেস্ট দলে জায়গা হারিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশায় তাকে চুক্তিতে রাখা হয়েছে।
Advertisement
টি-টোয়েন্টি বিশেষজ্ঞ মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড এবারও চুক্তির তালিকায় নেই। ২০২৪-২৫ মৌসুমে দুজনই পারফরম্যান্সের ভিত্তিতে আপগ্রেড পেয়েছিলেন। তবে স্টয়নিস চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন।
চুক্তিবদ্ধ না থাকলেও স্টোইনিস, ডেভিড, ফ্রেজার-ম্যাকগার্ক, কনলি, অ্যাবট, হার্ডি, স্পেন্সার জনসন, বেন দ্বারশুইস ও তানভীর সাংঘা আসন্ন ১৯টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ম্যাচ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের মাধ্যমে চুক্তি আপগ্রেড অর্জনের সুযোগ পাবেন।
২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়া ১৯টি টি-টোয়েন্টি, তিন সিরিজে ৯টি ওয়ানডে এবং মাত্র ৭টি টেস্ট খেলবে— যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুটি টেস্ট এবং ঘরের মাঠে পাঁচটি অ্যাশেজ টেস্ট রয়েছে।
২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:
জ্যাভিয়ার বার্টলেট, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার, অ্যাডাম জাম্পা।
এমএইচ/এএসএম