ভারতের গুজরাটে একটি বেসরকারি উড়ান প্রশিক্ষণ একাডেমির প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে প্লেনটি বিধ্বস্ত হয়।
Advertisement
এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা।
আরও পড়ুন>>
ভারতে পুলিশের সামনেই তারাবির সময় মসজিদে ‘হামলা’ ভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার ভারতে মসজিদে বিস্ফোরণ, গ্রেফতার ২তিনি বলেন, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ প্লেনটি উচারপি গ্রামে একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
পুলিশ কর্মকর্তা আরও জানান, বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভিকেএএ/