দেশজুড়ে

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

টাঙ্গাইলে ঈদ আনন্দকে বাড়াতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এ আয়োজন করে ইউনিয়ন ঘোড়দৌড় কমিটি। এসময় হাড়ি ভাঙা, পিলো পাসিং (বালিশ খেলা), সাইকেল প্রতিযোগিতা বিভিন্ন আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে হওয়া এ আয়োজন কয়েক এলাকার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিম আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন।

জানা যায়, ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এ আয়োজন করে আসছে। প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। অনেকে বাড়ির ছাদে বসে প্রতিযোগিতা উপভোগ করেন। এ উপলক্ষে স্কুল মাঠের আঙ্গিনায় মেলা বসে। বিনোদনের জন্য ছিল নাগরদোলা ও চরকিসহ বিভিন্ন রাইড।

দর্শনার্থীরা বলেন, ঈদের দিন এমন আয়োজন বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে আমরা সবাই মুগ্ধ। পরিবার পরিজন দিয়ে আমরা উপভোগ করেছি। প্রতিবছরই এমন আয়োজন অব্যহত থাকার দাবি করছি।

Advertisement

৬৫ বছরের বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ঘোড়াদৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বীসহ সকল বয়সের মানুষ উপভোগ করছি।

সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, বাবা-মায়ের সঙ্গে ঘৌড়াদৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখতে এসে খুশী তারা।

সানজিদা করিম কুরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ৮৩ বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা এমন আয়োজন করেছেন, এর ধারাবাহিতায় আমরাও এ ধরনের আয়োজন করেছি। এ ধারা অব্যহত থাকবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দের মাত্রা আরও যোগ করতে এমন আয়োজন প্রসংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যহত থাকবে।

Advertisement

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম