একমাস সিয়াম-সাধনার পর খুশির ঈদ উদযাপন করছে মুসলিমরা। সারাদেশের আর সবার মত পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ কিংবা অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদ কাটানোর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদেরও।
Advertisement
তিন প্রজন্মের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তাসকিন আহমেদ। বাবা এবং পুত্রের সঙ্গে বাড়ির ছাদে ছবিটি তুলেছেন বাংলাদেশ দলের এই পেস বোলার। লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।’
ঈদগাহে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছবি তুলেছেন মেহেদী হাসান মিরাজ। সেই ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আনন্দ উদযাপন হলো একটু ভিন্ন মাত্রার। ঈদের আগের সন্ধ্যায় ছোটবেলার বন্ধুদের সাথে সময় কাটালেন তিনি। দিলেন জম্পেস আড্ডা। সেই ছবি ফেসবুকে দিয়ে শান্ত লিখেছেন, ছোটবেলার বন্ধুদের সাথে সব সময় ভালো একটা সময় কাটালাম। আমাদের সবাইকে ঈদ মোবারক। আপনার হৃদয় ভালোবাসা এবং শান্তি দিয়ে ভরে উঠুক।’
Advertisement
এরপর আজ ঈদের দিন পরিবারের সদস্য- স্ত্রী, পুত্র এবং বাবার সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। শুধু লিখেছেন, ঈদ মোবারক।
বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ঈদ করেছেন গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে। ঈদের নামাজ আদায় করার পর ছবি তুলেছেন বাবা, ভাই, ভাতি-ভাতিজি ও অন্যান্যদের সঙ্গে। লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।’
পঞ্চপাণ্ডবের মধ্যে তামিম ইকবাল ছাড়া ঈদ উদযাপনের চিত্র তুলে ধরেছেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ। পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাওয়ার আগ মুহূর্তে একটা ছবি তুলে সেটা পোস্ট লিখলেন, সুন্দর ঈদের সকাল। বাকি তিনজন- সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা কিংবা মুশফিকুর রহিম- কেউ কিছুই লেখেননি ফেসবুকে।
আইএইচএস/
Advertisement