ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতারা।
Advertisement
সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতারা।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
Advertisement
অন্তর্বর্তীকালীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার দেবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।
কেএইচ/এমকেআর/এমএস