মৌলভীবাজারে শ্রীমঙ্গলে টমটম পাকিং নিয়ে সাবেক মেয়র মহসিন মধুর সঙ্গে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহসিন মিয়া মধুসহ ১৪জনকে আটক করেছে যৌথবাহিনী।
Advertisement
রোববার (৩১ মার্চ) দিনগত রাত ১টার দিকে শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।
জানা যায়, গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে মধু গ্রুপ ও বিএনপির নেতা হাজী মুজিবের সমর্থক আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাঠে আটকেপড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায়
দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।
Advertisement
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কিছু টমটমসহ গাড়ি ভাঙচুর করে। পুলিশের ৫৬ রাউন্ড শর্ট গানের ফাঁকাগুলি করে।
ওমর ফারুক নাঈম/আরএইচ/এমএস