শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই নিহত শিশু জিহাদের বাবা নাসির ফকিরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, তাৎক্ষণিক পরিস্থিতির প্রয়োজনেই জিহাদের বাবা নাসির ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্য কোনো উদ্দেশ্যে নয়। শাহজাহানপুরে পানির পাইপে পড়ে নিহত শিশু জিহাদের বাবা শনিবার রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করেছে। এর একদিন পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানানেল। এ সময় সোমবারের হরতাল প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হরতালে জনগণের কোনো সমর্থন নেই। এই হরতালে কোনো নৈরাজ্য হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।
Advertisement