দেশজুড়ে

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি করা দুই যুবক গ্রেফতার

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি করা দুই যুবক গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি করা দুই যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

Advertisement

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা সদর উপজেলার টিপরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) ও বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।

কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিপরা বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণসহ আন্দোলন দমনের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম