জাতীয়

বাংলাদেশে চীনের বিনিয়োগ ব্যক্তিগতভাবে তদারক করবেন জিনপিং

বাংলাদেশে চীনের বিনিয়োগ ব্যক্তিগতভাবে তদারক করবেন জিনপিং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে চীনের বিনিয়োগের করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক সহায়তার আশ্বাসের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করবেন বলে আশ্বস্ত করেছেন।

Advertisement

চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের পুনর্বাসনেও সব ধরনের সহায়তা করবেন বলে জানিয়েছেন। এছাড়া আগামী ৫০ বছরে পানির চাহিদা পূরণেও চীন সরকার বাংলাদেশের পাশে থাকবে।

আজ ৩০ মার্চ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বেশি সম্ভাবনাময় হবে: ড. ইউনূস

Advertisement

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এমইউ/এমএইচআর/এএসএম