মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপে- বড় তিন তারকার এবার একজনও নেই। তবুও পিএসজি যেন আগের চেয়ে অনেক বেশি ধারালো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে বিদায় করে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে অনেক আগেই শিরোপা নিশ্চিত করে ফেলার পথে রয়েছে তারা।
Advertisement
শনিবার রাতে সেইন্ট এতিয়েনের মাঠে খেলতে গিয়ে স্বাগতিকদের রীতিমত বিধ্বস্ত করে ছেড়েছে পিএসজি ফুটবলাররা। গুনে গুনে ৬বার বল জড়িয়েছে তারা। জয় পেয়েছে ১-৬ গোলের বিশাল ব্যবধানে।
বিশাল এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা এএস মোনাকোর সঙ্গে ২১ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে পিএসজি। ২৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৭১। সমান ম্যাচে মোনাকোর পয়েন্ট ৫০। তৃতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৪৯। ৩৬ রাউন্ডের লিগে আর ৯ ম্যাচ ম্যাচ বাকি। পরের দুই ম্যাচ জিতলেই রেকর্ড ১৩তম লিগ শিরোপা নিশ্চিত করে নেবে পিএসজি।
এবারের মৌসুমে এখনও পর্যন্ত অপরাজিত পিএসজি। ২৭ ম্যাচের মধ্যে জিতেছে ২২টিতেই। ৫টি ম্যাচ করেছে ড্র। শনিবার রাতে সেইন্ট এতিয়েনের মাঠে শুরুতেই গোল হজম করেছিলো পিএসজি। ম্যাচের ৯ম মিনিটেই পিএসজির জালে বল জড়িয়ে দেয় স্বাগতিক এতিয়নের লুকাস স্টাসিন।
Advertisement
গোল হজম করেই যেন তেতে ওঠে পিএসজির ফুটবলাররা। তবে, গোল পেতে সময় রাগে তাদের। প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান গনকালো রামোস।
দ্বিতীয়ার্ধে সেন্ট এতিয়েনেকে পাগল বানিয়ে ছাড়ে পিএসজি ফুটবলাররা। ৫০তম মিনিটে জর্জিয়ান ফুটবলার খাবিচা খাবারাস্তখেলিয়া করেন দ্বিতীয় গোল। ডিজায়ার দুয়ে করে জোড়া গোল। ৫৩ এবং ৬৬তম মিনিটে তার পা থেকে আসে গোল দুটি। মাঝে ৬২তম মিনিটে গোল করেন নোয়াও নেভেস। ৯০তম মিনিটে গোল করে সেইন্ট এতিয়েনের পরাজয়ের জালে শেষ পেরেক ঠোকেন ইবরাহিম এমবায়ে।
আইএইচএস/
Advertisement