খেলাধুলা

গুজরাটের সঙ্গে লড়াইটাও করতে পারলো না মুম্বাই

গুজরাটের সঙ্গে লড়াইটাও করতে পারলো না মুম্বাই

এবারের আইপিএলে টানা দ্বিতীয় হার দেখলো মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাটের সামনে দাঁড়াতেই পারলো না হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচটি তারা হেরেছে ৩৬ রানে।

Advertisement

লক্ষ্য ছিল ১৯৭ রানের। ব্যাটারদের ব্যর্থতায় ৬ উইকেটে রানেই থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। তিলক ভার্মা ৩৬ বলে ৩৯ আর সূর্যকুমার ২৮ বলে ১ চার আর ৪ ছক্কায় করেন ৪৮ রান। বাকিরা কেউই সুবিধা করতে পারেননি।

শেষদিকে মিচেল স্যান্টনার ৯ বলে ১৮ আর নামান ধির ১১ বলে অপরাজিত ১৮ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।

গুজরাটের মোহাম্মদ সিরাজ ২৬ রানে আর প্রসিধ কৃষ্ণা ১৮ রানে নেন দুটি করে উইকেট।

Advertisement

এর আগে সাই সুদর্শনের হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় গুজরাট টাইটান্স।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিল আর শাই সুদর্শনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় গুজরাট। ৬ ওভারের পাওয়ার প্লেতে তারা বিনা উইকেটে তোলেন ৬৬ রান।

গিল-সুদর্শনের উদ্বোধনী জুটিতে উঠে ৫১ বলে ৭৮ রান। ২৭ বলে ৩৮ করে ফেরেন গিল। অধিনায়ক ফেরার পর জস বাটলারকে নিয়ে জুটি গড়েন সুদর্শন। তারা যোগ করেন ৩২ বলে ৫১ রান।

বাটলারের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৯। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন সুদর্শন। শাহরুখ খান ৭ বলে ৯, শেরফান রাদারফোর্ড ১১ বলে ১৮ করে ফেরেন। সুদর্শনের ব্যাট থেকে আসে ৪১ বলে ৬৩ রান। তার ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মার।

Advertisement

মু্ম্বাইয়ের হার্দিক পান্ডিয়া ২৯ রানে শিকার করেন ২টি উইকেট।

এমএমআর/ইএ