জাতীয়

ঈদের দিন আইনশৃঙ্খলা বাহিনীর খাবার বাবদ ২ কোটি টাকা মঞ্জুর

ঈদের দিন আইনশৃঙ্খলা বাহিনীর খাবার বাবদ ২ কোটি টাকা মঞ্জুর

পবিত্র ঈদুল ফিতরের দিন দায়িত্বরত পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের উন্নত খাবার পরিবেশন বাবদ দুই কোটি তিন লাখ টাকা মঞ্জুর করা হয়েছে।

Advertisement

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব জাহাঙ্গীর আলম।

প্রজ্ঞাপনে হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট এবং যৌথ অপারেশনে দায়িত্ব পালনকারী পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পবিত্র ঈদুল ফিতরের দিন উন্নত খাবার পরিবেশন বাবদ ব্যয় নির্বাহের লক্ষ্যে নিম্নলিখিত ছক অনুযায়ী শর্তসাপেক্ষে দুই কোটি তিন লাখ টাকা মঞ্জুর করা হলো।

আরও পড়ুন

Advertisement

ফাঁকা ঢাকায় অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

এর মধ্যে পুলিশের জন্য এক কোটি, বিজিবির জন্য ৪০ লাখ, আনসার ও ভিডিপির জন্য ৬০ লাখ এবং কোস্ট গার্ডের জন্য তিন লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দ করা অর্থের শর্তে বলা হয়েছে

• বরাদ্দ করা অর্থের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা যাবে না।

• সব ধরনের ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রচলিত সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে এবং হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

Advertisement

• বরাদ্দ করা টাকা খরচের হিসাব যথাযথভাবে অডিট কর্তৃপক্ষের জন্য সংরক্ষণ করতে হবে এবং খরচের হিসাব জননিরাপত্তা বিভাগে প্রেরণ করতে হবে। অডিট আপত্তির বিষয় জননিরাপত্তা বিভাগ বহন করবে না।

• অব্যয়িত অর্থ (যদি থাকে) ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে।

টিটি/ইএ