দেশজুড়ে

প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে আন্তঃদলীয় ক্ষতি হবে: সারজিস

প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে আন্তঃদলীয় ক্ষতি হবে: সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হই, তাহলে ক্ষতিটা যেমন আন্তঃদলীয় হবে তেমনি ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে।

Advertisement

শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে পঞ্চগড় একটি। আমরা সবাই মিলে পঞ্চগড়কে এগিয়ে নিতে কাজ করবো।

পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে ইফতার অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

Advertisement

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জাগপা প্রতিনিধি সামছুজ্জামান নয়ন প্রমুখ বক্তব্য দেন।

সফিকুল আলম/জেডএইচ/জেআইএম