বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বড় বাজার গড়ে তুলবেন।
বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে খালিজ টাইমসের সূত্রবিহীন প্রতিবেদনসংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আজ (শনিবার) চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খালিজ টাইমসের ওই প্রতিবেদনে এ তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বাস্তবে আজ (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখাই হচ্ছে না।
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে: মার্কিন জরিপমিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) দাবি করলো, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটি আরও দাবি করেছে, ইউএসজিএসের মডেলিং অনুযায়ী, এই ভূমিকম্পে মিয়ানমারের অর্থনৈতিক ক্ষতি দেশটির বার্ষিক জিডিপিকেও ছাড়িয়ে যেতে পারে।
Advertisement
ঈদুল ফিতর কবে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের মুসলিমরা। প্রায় সব দেশই তাদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চেষ্টা করছে চাঁদ দেখার। এরই ধারাবাহিকতায় ২০টিরও বেশি স্থান থেকে চাঁদ দেখবে সৌদি আরব। মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে এ তথ্য।
ভারত-পাকিস্তানে ঈদ সোমবার: খালিজ টাইমসএবার ভারত ও পাকিস্তানে কবে ঈদ হবে জানালো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া একই দিনে ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও।
অস্ট্রেলিয়ায় ঈদ সোমবার, মধ্যপ্রাচ্যে কবে জানা যাবে আজ সন্ধ্যায়পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে হাম, দুজনের মৃত্যুযুক্তরাষ্ট্রে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এরই মধ্যে দেশটির অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। এতে টেক্সাসে আক্রান্তের হার সর্বোচ্চ, প্রায় ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত হয়ে মারা গেছেন দুজন।
Advertisement
পশ্চিম পাকিস্তানে পৃথক হামলায় অন্তত আটজন সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ( ২৮ মার্চ) আফগানিস্তান সীমান্তবর্তী উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ‘সশস্ত্র তালেবানদের’ বিরুদ্ধে চালানো অভিযান চলাকালে এই হামলাগুলো ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে পুলিশ।
থাইল্যান্ডে ধসে পড়া ভবনের নিচে প্রাণের চিহ্ন, চলছে উদ্ধার অভিযানথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ৩০ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের জীবনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। তাদের জীবিত উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
নেপালে রাজতন্ত্র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ২নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। রাজতন্ত্রপন্থিরা পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মকর্তাদের ওপর পাথর ছুঁড়তে শুরু করলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং বাতাসে রাবার বুলেট ও তাজা গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়।
এসএএইচ/জেআইএম