ফরিদপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বকুল খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত.আবুল হোসেন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সারাদিন আটোরিকশা চালিয়ে রাত ১২টার দিকে নিজের বাড়িতে চার্জ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন বকুল খান। গভীর রাতে তার বাড়ীতে থাকা একমাত্র মা উঠে সন্তানের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে আটোরিকশা চার্জ দেওয়ার স্থানে গিয়ে দেখেন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়ে আছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার সময় চালক বকুল খান নামের যুবক তার নিজ বাড়িতে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
Advertisement
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম