আসন্ন ঈদুল ফিতরে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রোবাস্ট পেট্রোলের পাশাপাশি সাদা পোশাকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে র্যাব কাজ করছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-১০ এর অধিনায়ক (পরিচালক) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
Advertisement
শনিবার (২৯মাার্চ) রাজধানীর সদরঘাটে জনসাধারণের ঈদযাত্রা পরিদর্শন শেষে র্যাব কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ঈদের ছুটি শেষে ঢাকামুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে। ঈদের লম্বা ছুটির সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান পার্টি, প্রতারক দল, টানা পার্টি, মলম পার্টিসহ বিভিন্ন ধরনের অপরাধীদের সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এই ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেজন্য রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তৎপর রয়েছে।
Advertisement
অধিনায়ক বলেন, র্যাব-১০ আসন্ন ঈদুল ফিতরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রোবাস্ট পেট্রোলের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্য মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থানে কন্ট্রোল রুম স্থাপন, বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, জাল টাকা বিস্তার রোধ ও শনাক্তকরণ এবং ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়াও ফুট পেট্রোল ও সাইবার ওয়ার্ল্ডের নজরদারিও করছে র্যাব-১০।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় পৌনে ২ কোটি মানুষ ঢাকা ছাড়বে উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদকে সামনে রেখে দক্ষিণবঙ্গের যাত্রীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সদরঘাট থেকে ৫০টি রুটে ১৭৫টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। নৌপথে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি রোধে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ও বুড়িগঙ্গা নদীতে র্যাব-১০ এর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঈদের ছুটি শেষে ঢাকামুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সায়েদাবাদ বাস টার্মিনাল ও মাওয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তাে দেওয়ার লক্ষ্যে ১০ টি রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে ১০ টি টিম নিয়োজিত রয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রাক, পিকআপ ইত্যাদির ছাদে চড়ে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ ও অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র্যাব-১০ এর কন্ট্রোলরুমের ০১৭৭৭৭১১০৯৯-নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।
Advertisement
কেআর/এএমএ/এএসএম