যমুনা সেতুর পশ্চিম এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তাকে বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
Advertisement
প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছেন।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাওলানা রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারী (পিএ) বুলবুল আহম্মেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি জানান, ঢাকা থেকে উল্লাপাড়ায় নিজ বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন রফিকুল ইসলাম খান। এসময় তার ভাই গোলাম মোস্তফা খান, গাড়িচালক সুলতান মাহমুদ ও তিনি সঙ্গে ছিলেন। কিন্তু যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা পার হওয়ার পর সামনে থাকা কয়েকটি গাড়ি হঠাৎ ব্রেক করে। এতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরগামী একটি মাইক্রোবাসকে পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় রফিকুল ইসলাম ডান পায়ে আঘাত পান।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জাগো নিউজকে জানান, এতে তেমন কেউ গুরুতর আহত হয়নি। তবে মাওলানা রফিকুল ইসলাম খান ডান পায়ে হাল্কা আঘাত পেয়েছেন। আর তার ক্ষতিগ্রস্ত গাড়িটি বর্তমানে থানায় রাখা হয়েছে।
এম এ মালেক/জেডএইচ/জেআইএম
Advertisement