বাংলাদেশে যত ভিনদেশি ফাস্ট বোলিং কোচই কাজ করুন না কেন, অ্যালান ডোনাল্ড সবচেয়ে ভাল কাজ করেছেন। এমনকি কোর্টনি ওয়ালশের মত জীবন্ত কিংবদন্তিতুল্য ফাস্ট বোলার দীর্ঘদিন কাজ করার পরও দক্ষিণ আফ্রিকান ডোনাল্ডের কাজের প্রশংসা সবচেয়ে বেশি।
Advertisement
ডোনাল্ডের হাতের ছোঁয়ায় অনেকটাই বদলে গেছেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের ফাস্ট বোলাররা। মোস্তাফিজ ছাড়া সবার বোলিং স্কিল ও কোয়ালিটির উন্নতি ঘটেছে। তাসকিন, শরিফুল, এবাদত, হাসান মাহমুদ ও খালেদ আহমেদরা আলো ছড়ানো শিখেছেন। ফাস্ট বোলিংয়ের কার্যকর কৌশল রপ্ত করেছেন।
কিন্তু ডোনাল্ড চলে যাওয়ার পর যাকে নেয়া হয়েছে, সেই নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস কি সেভাবে বাংলাদেশের পেসারদের অনুপ্রাণিত, উজ্জীবিত করতে পারছেন? কিউই আন্দ্রে অ্যাডামসের ফাস্ট বোলিং টিপস কি খুব কাজ দিচ্ছে?
মনে হয় না। অতিবড় বাংলাদেশ ভক্তও তা মনে করেন না। বরং সবার একটাই কথা বাংলাদেশের পেসারদের বোলিংয়ের মান উন্নত হয়েছে মূলত ডোনাল্ডের সময়। এ প্রোটিয়ার হাত ধরেই ফাস্ট বোলিংয়ের আগ্রাসন, লাইন-লেন্থ, সুইং, ম্যুভমেন্ট, ইয়র্কার আর বাউন্সার ছোঁড়ার কার্যকর কৌশল রপ্ত করেছেন টাইগার পেসাররা; কিন্তু ডোনাল্ড চলে যাওয়ার পর আবারও সেই উন্নতির গ্রাফটা খানিক নিচের দিকে।
Advertisement
এদিকে আন্দ্রে অ্যাডামসের সাথে চুক্তি আছে আরও এক বছরের। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ শেষ হবে; কিন্তু ভেতরের খবর, অ্যাডামসের কোচিংয়ে সন্তুষ্ট নয় বিসিবি। বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, চুক্তি শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বাদ দিয়ে নতুন ফাস্ট বোলিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি। ভেতরে ভেতরে কোচ খোঁজাও হচ্ছে।
কারা তারা? খোঁজ নিয়ে জানা গেছে একটা শর্টলিস্টও তৈরি করে ফেলেছে বিসিবি। সে তালিকায় সম্ভাব্য ফাস্ট বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডের নামও আছে। তার কথাও ভাবছে বিসিবি। এর পাশাপাশি পাকিস্তানের উমর গুল ও অস্ট্রেলিয়ান শন টেইটের কথাও ভাবা হচ্ছে। তাদের মধ্য থেকেই একজনকে দায়িত্ব দেয়ার চিন্তা ভাবনা চলছে।
ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুলকেই মনে ধরেছে বিসিবির। তাকেই কোচ করে আনার চিন্তা চলছে; কিন্তু ক্রিকেট অপারেশন্সের এক নির্ভরযোগ্য সূত্র বলেছে, ‘বিষয়টা তেমন কিছু নয়। এখনো পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। কারো ব্যাপারেই বোর্ড কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।’
‘তবে অ্যালান ডোনাল্ড, উমর গুল ও শন টেইটের নাম বিবেচনায় আছে। তাদের কথাই ভাবা হচ্ছে। সম্ভাব্য ফাস্ট বোলিং কোচ হিসেবে এ তিনজনই বিবেচনায় আছেন। তাই এদের নাম উঠে আসছে। তাদের কাউকেই হয়ত আগামীতে পেসবোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। তবে তিনি কে? সেটা এখনো চূড়ান্ত হয়নি। আরও ভেবে-চিন্তে এগুতে চাচ্ছে বোর্ড।’
Advertisement
এআরবি/আইএইচএস/