ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে কিছুটা ভিড় বেড়েছে। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের স্টেশন ছাড়তে বিলম্ব হয়নি। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
Advertisement
শনিবার (২৯ মার্চ) সকাল থেকে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ট্রেন ছাড়ার এক থেকে দেড় ঘণ্টা আগেই যাত্রীরা প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে স্টেশন থেকে ছাড়ছে ট্রেন। তুলনামূলক ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন যাত্রীরা।
যাত্রীরা বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে,স্টেশনে ভোগান্তি কম। আগেও ট্রেনে ভ্রমণ করেছি। এবারের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করছেন তারা।
Advertisement
আরও পড়ুন
ঈদযাত্রার চতুর্থ দিন: যাত্রী বেড়েছে কমলাপুরে, সময়মতো ছাড়ছে ট্রেন মেট্রোরেলের আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালু ঈদে পোশাকশ্রমিকদের জন্য ২ বিশেষ ট্রেন বরাদ্দজয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী তুষার আহমদ বলেন, ট্রেন ছাড়বে ১১টা ১৫ মিনিটে। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। আশা করছি সময় মতো ছেড়ে যাবে। অতিরিক্ত যাত্রী নেই। যারা টিকিট নিয়েছে তারাই ভ্রমণ করছেন। স্বস্তির যাত্রা হচ্ছে।
নকশিকাঁথা এক্সপ্রেসের যাত্রী তন্নি খাতুন বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে খুলনায় যাচ্ছি। এবারের যাত্রা স্বস্তিদায়ক হবে। স্টেশনের ব্যবস্থাপনাও ভালো। সুস্থভাবে বাড়ি পৌঁছানোর আশা করছি।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, সকাল ৯টা পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কোনো ট্রেনই স্টেশন ছাড়তে বিলম্ব করেনি। সকালের দুই তিনটি ট্রেনে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। এখন কিছুটা কমে এসেছে।
Advertisement
এনএস/এমআরএম/এমএস