খেলাধুলা

আর্জেন্টিনার কাছে হার: কোচ দরিভালকে বরখাস্ত করলো ব্রাজিল

আর্জেন্টিনার কাছে হার: কোচ দরিভালকে বরখাস্ত করলো ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার জেরে চড়া মূল্য দিতে হলো কোচ দরিভাল জুনিয়রকে। শুক্রবার তার কাছে এই হারের ব্যাখ্যা দাবি করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এরপরই তাকে বরখাস্তের কথা ঘোষণা করে সিবিএফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

Advertisement

গত বুধবার বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা। লিওনেল মেসি এবং অন্যতম সেরা স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে ছাড়াই এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে স্বাগতিকরা। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এতবড় পরাজয় আর কখনো দেখেনি।

সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে সিবিএফ লিখেছে, ‘ব্রাজিল ফুটবল কনফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইন-চার্জ হিসেবে থাকছেন না। বোর্ড তাকে ধন্যবাদ জানিয়েছে এবং তার পেশাদার ক্যারিয়ার যেন আরও সুন্দর ও সাফল্যমন্ডিত হয় সে শুভকামনা জানিয়েছে। এখন থেকে সিবিএফ নতুন একজন কোচ নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করবে।’

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পরই অবশ্য দরিভাল জুনিয়র এর জন্য সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছিলেন। একই সঙ্গে এটাও জানিয়েছিলেন, এই অবস্থা থেকে দলের উত্তরণ ঘটাতে চান। কিন্তু সে সুযোগ আর তিনি পেলেন না।

Advertisement

আর্জেন্টিনার কাছে পরাজয়ের পরই গুঞ্জন ওঠে দরিভালকে হয়তো আর কোচ হিসেবে রাখবে না ব্রাজিল। শুক্রবার তার সঙ্গে সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের যে বৈঠক হতে যাচ্ছে, সেখানেই হয়তো তাকে ‘না’ করে দেয়া হবে। সে গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হলো।

২০২৪ সালে ফার্নান্দো দিনিজের কাছ থেকে ব্রাজিল দলের দায়িত্ব নেন তিনি। এরপর তার অধীনে ১৬ ম্যাচ খেলে ব্রাজিল। যার মধ্যে ৭টি জয়, ৭টি ড্র করেছে ব্রাজিল, হেরেছে কেবল ২টিতে। লাতিন আমেরিকা ফুটবল বাছাইয়ে এখনও ব্রাজিল আগামী বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে পারেনি। তালিকায় তারা রয়েছে ৪র্থ স্থানে। মোট ৬টি দল সরাসরি যুক্তরাষ্ট্র-মেক্সিকো এবং কানাডা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

দরিভালের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো, ব্রাজিল দলের দায়িত্ব পালনকালে তিনি দেশটির সব সময়ের সর্বোচ্চ গোলদাতা নেইমারের কোনো সার্ভিস পাননি। তাকে নিজের অধীনে একটি ম্যাচেও পাননি দরিভাল। ইনজুরির কারণে এই পুরোটা সময়ই মাঠের বাইরে ছিলেন সাবেক বার্সেলোনা, পিএসজি তারকা।

আইএইচএস/

Advertisement