জাতীয়

টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর রেল কর্তৃপক্ষ

টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর রেল কর্তৃপক্ষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর রয়েছে রেল কর্তৃপক্ষ। একাধিক স্থানে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টিকিট কালোবাজারি ও এ-সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, টিকিট কালোবাজারি প্রতিরোধে একাধিক অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়। এসব অভিযান ও গোপন তথ্যের ভিত্তিতে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাকিব মিয়া (২৪) নামের একজন পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইনভিত্তিক টিকিট কালোবাজারির প্রস্তুতিসহ ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন। ঢাকা রেলওয়ে থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

Advertisement

টিকিটবিহীন দুইজন যাত্রী ট্রেনে ওঠানোর অভিযোগে রাজশাহী ক্যারেজ ডিপো পরিচর্যক আশরাফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বনলতা এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্ট আশরাফুল ইসলাম বৃহস্পতিবার (২৭ মার্চ) বনলতা এক্সপ্রেস ট্রেনে দুজন যাত্রী তুলে ১০০০ টাকা নেন। পরে বিষয়টি গার্ড ও টিটির সামনে বিষয়টি প্রমাণ হয়।

এনএস/এসআর

 

Advertisement