জামিনে মুক্তি পেয়ে গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
Advertisement
ওই ছাত্রলীগ নেতার নাম সাইফুল ইসলাম এরশাদ। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৮ মার্চ) রাতে সাইফুল ইসলামের দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, একজন নারী গোলাপের পাপড়ি মেশানো দুধের বালতি থেকে মগে করে দুধ উঠিয়ে সাইফুল ইসলামের মাথায় ঢেলে গোসল করাচ্ছেন। এসময় পাশ থেকে অনেককে কথা বলতে শোনা যায়।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম। পরে তাকে কারাগারে পাঠান আদালত। বুধবার (২৬ মার্চ) তিনি জামিনে মুক্তি পান।
এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছি।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে আমরা রাজনীতি করেছি। এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের জয় হবেই ইনশাল্লাহ।’
রুবেলুর রহমান/এসআর
Advertisement