দেশজুড়ে

খুলে দেওয়া হয়েছে গাজীপুর-ঢাকা এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার

খুলে দেওয়া হয়েছে গাজীপুর-ঢাকা এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার

ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেন এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটারের মধ্যে ১৮ কিলোমিটার রাস্তা সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ মার্চ) সড়কটি খুলে দেওয়া হয় বলে জানান প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ। ঈদে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সড়কে ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন কোনো টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে।

প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ জানান, প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ সাংবাদিকদের জানান, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়েটি সাময়িকভাবে চালু করা হয়েছে।

তিনি আরও জানান, চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি—রিজিড পেভমেন্ট প্রযুক্তি। যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটা। জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না। এই সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে।

Advertisement

প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। ৩ হাজার ৫০০ কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। ইতোমধ্যে প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি অশোক কুমার পাল জানান, ইতোপূর্বে এক্সপ্রেসওয়েটির নারায়ণগঞ্জগামী কিছু অংশ খুলে দেওয়া হলেও টাঙ্গাইলগামী অংশ বন্ধ ছিল। ঈদে যানজট নিরসনে গাজীপুরের অংশ থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়েটি সাময়িকভাবে চালু করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম

Advertisement