সিরাজগঞ্জের কামারখন্দে ইসমাইল হোসেন (৪০) নামে এক প্রবাসীকে আটকে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
Advertisement
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার নান্দিনা মধু আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসমাইল হোসেন পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের শামছুল হকের ছেলে। এ ঘটনায় ওইদিন রাতে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন দীর্ঘ ২০ বছর দেশের বাইরে ছিলেন। তার মা সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বুধবার দুবাই থেকে দেশে ফিরেছেন। মায়ের চিকিৎসার টাকা সংগ্রহ করতে পরদিন বৃহস্পতিবার দেড়টার দিকে সিরাজগঞ্জ শহরের ত্রিবেনী গোল্ড প্যালেস অ্যান্ড জুয়েলার্সে ১৩ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকার স্বর্ণ বিক্রি করেন। এর মধ্যে এক লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা পারিবারিক প্রয়োজনে ব্যয় করেন। এরপর মোটরসাইকেলে বাকি ১২ লাখ টাকা নিয়ে বাড়ির পথে রওনা হন। নান্দিনা মধু আমতলা এলাকায় পৌঁছালে হেলমেট পরা দুজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করেন। পরবর্তীতে তারা ধারালো ছুরি বের করে তাকে হত্যার হুমকি দিয়ে সঙ্গে থাকা নগদ ১২ লাখ টাকা ও মোটরসাইকেল (সিরাজগঞ্জ-হ-১২-২৫৪৬) ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। আমার মায়ের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে বিদেশ থেকে আনা স্বর্ণ বিক্রি করেছিলাম। কিন্তু বাড়ি ফেরার পথে আমাকে হত্যার ভয় দেখিয়ে নগদ ১২ লাখ টাকা ও সঙ্গে থাকা মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে। আমি অর্থ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই।
Advertisement
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ও নগদ টাকাসহ মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।
এম এ মালেক/এমএন/এএসএম