দেশজুড়ে

টাঙ্গাইল পৌরসভা কর্মকর্তা কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল পৌরসভা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পৌরভবনের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ পৌর দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বানে টাঙ্গাইল পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী মির্জা আরিফ, সহকারী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী, সচিব শাহনেওয়াজ পারভীন, পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস (নোমান), কাউন্সিলর-আব্দুর রাজ্জাক, আমিনুর রহমান আমিন, ওবাইদুল করিম, সেলিনা আক্তারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস

Advertisement