নারায়ণগঞ্জে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, ভূইঘর ও শিবু মার্কেট এলাকায় ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান আদালত পরিচালনা করেন।
এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নদী পরিবহন, তিশা পরিবহন ও আল মোবারকা পরিবহনকে ২১ হাজার টাকা জরিমানা করেন আদালত। সেইসঙ্গে পরবর্তীতে আবারও এমন অভিযোগ হলে কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, ঈদযাত্রা স্বস্তির করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তৎপর রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছি।
Advertisement
মোবাশ্বির শ্রাবণ/এমএন/এএসএম