প্রায় দুই বছর পর সুদানের রাজধানী খার্তুম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রাজধানী থেকে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) যোদ্ধাদের সম্পূর্ণভাবে হটিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সামরিক বাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, আমাদের বাহিনী আজ খার্তুম এলাকায় ‘দাগলো সন্ত্রাসী’ মিলিশিয়ার শেষ ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করেছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরএসএফ, যার নেতৃত্বে রয়েছেন মোহামেদ হামদান দাগলো।
আরও পড়ুন>>
Advertisement
এর একদিন আগেই সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান খার্তুমের পুনরুদ্ধার করা প্রেসিডেন্সিয়াল প্যালেসের ভেতর থেকে ঘোষণা দেন, রাজধানী আরএসএফ-মুক্ত হয়েছে।
প্রায় দেড় বছর ধরে একের পর এক পরাজয়ের পর সুদানের সেনাবাহিনী পাল্টা অভিযানে যায় এবং কেন্দ্রীয় সুদানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে রাজধানীতে প্রবেশ করে।
আল-জাজিরার খার্তুম প্রতিবেদক হিবা মরগান জানান, সেনাবাহিনী শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর দক্ষিণ খার্তুমের জেবেল আওলিয়া এলাকা পুনরুদ্ধার করেছে। তিনি বলেন, জেবেল আওলিয়া সেতু দিয়ে আরএসএফ যোদ্ধারা পশ্চিম দিকে দারফুরের দিকে পালিয়ে যাচ্ছিল।
তবে সেনাবাহিনী খার্তুম এবং জেবেল আওলিয়ার নিয়ন্ত্রণ নেওয়ায় আরএসএফ যোদ্ধাদের আর পালানোর পথ নেই এবং তারা নিজেদের ফের সংগঠিত করে লড়াই চালিয়ে যাওয়ার মতো সরঞ্জাম পাচ্ছে না বলে জানান মরগান।
Advertisement
সেনাবাহিনীর সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, খার্তুমের কিছু এলাকায় এখনো আরএসএফ যোদ্ধারা বসবাসযোগ্য ভবনে আটকে রয়েছে। তারা গ্রেফতার হওয়ার আশঙ্কায় বের হতেও পারছে না।
তবে আরএসএফ আত্মসমর্পণের সম্ভাবনা নাকচ করে দিয়ে জানিয়েছে, তারা কেবল নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করেছে।
আরএসএফ এক বিবৃতিতে বলেছে, আমরা কোনোভাবেই পিছু হটবো না বা আত্মসমর্পণ করবো না। শত্রুকে সব ফ্রন্টেই ধ্বংসাত্মক পরাজয় দেবো।
সূত্র: আল-জাজিরাকেএএ/