ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর (২২) মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
ভবনের বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, মেয়েটি দুপুরে ভবনের ১২ তলা ছাদে ওঠে। এসময় লাফিয়ে আত্মহত্যা করেছেন। মেয়েটিকে কেউ চিনতে পারছেন না। তিনি ওই ভবনে থাকতেন না।
ওসি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানতে তদন্ত চলছে। একইসঙ্গে মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এএসএম
Advertisement