আইপিএলে ৭টি ম্যাচ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। এ ম্যাচে হায়দরাবাদের দেওয়া ১৯১ রানের লক্ষ্য লখনৌ টপকে গেছে মাত্র ১৬.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই।
Advertisement
রিশাভ পান্তের দল লখনৌর অবিশ্বাস্য এই জয়টি সম্ভব হয়েছে পেসার শার্দুল ঠাকুরের অসাধারণ বোলিং আর নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে।
মাত্র ৩৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে উড়তে থাকা হায়দরাবাদকে ১৯০ রানে আটকাতে বড় অবদান রেখেছেন শার্দুল। এরপর ব্যাট হাতে নেমে পুরান যা দেখালেন তা এখনো চোখে লেগে আছে দর্শকদের। মাত্র ২৬ বলে ৬ ছক্কা ও ৬ চারে ৭০ রান করেন ক্যারিবিয়ান এ তারকা। তার সঙ্গে মিচেল মার্শ ২৬ বলে ৫২ রানের ইনিংস খেললে জয়ের ভিত গড়ে ফেলে লখনৌ।
একই ম্যাচে অসাধারণ কীর্তি গড়ে টুর্নামেন্টের টপ পারফরমারদের টেবিলের চেহারা বদলে দিয়েছেন শার্দুল ও পুরান। নিজ নিজ ক্যাটাগরিতে উঠে গেছেন শীর্ষে। শার্দুল বাগিয়ে নিয়েছেন ‘পার্পল ক্যাপ’, আর পুরান ‘অরেঞ্জ ক্যাপ’।
Advertisement
আইপিএলের নিয়ম অনুসারে সেরা ব্যাটারকে পারফরম্যান্সের স্বীকৃতিসরূপ দেওয়া হয় ‘অরেঞ্জ ক্যাপ’ আর সেরা বোলারকে ‘পার্পল ক্যাপ’। এখন মর্যাদাবান দুটি ক্যাপই আছে লখনৌর ক্রিকেটারদের কাছে।
পার্পল ক্যাপ তালিকালখনৌর শার্দুল দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন। অথচ গেল মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এ তারকা এ মৌসুমের নিলামে দলই পাননি। মহসিন খানের বদলি হিসেবে তাকে দলে নিয়েছিল লখনৌ। কপালগুণে আইপিএলে খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন ১৯ রানে। প্রথম ওভারেই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং অভিষেক পোড়েলকে আউট করেন তিনি।
এরপর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের বিপক্ষে প্রথমে অভিষেক শর্মা এবং ঈশান কিশানকে টানা দুই বলে আউট করেন। নিজের তৃতীয় ওভারে অভিনব মনোহর এবং মোহাম্মদ শামিকেও ফেরান।
সেরা বোলিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) আফগান রিস্ট স্পিনার নূর আহমেদ। তবে ম্যাচসেরা বোলিং ফিগারের তালিকায় তিনি শীর্ষে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ রানে ৪ উইকেটের স্পেল তাকে এবারের আসরের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে।
Advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ক্রুনাল পান্ডিয়া ৩ উইকেট নিয়ে ২৯ রান দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন, যা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে করেছিলেন।
অরেঞ্জ ক্যাপ তালিকানিকোলাস পুরান শুরু থেকেই ছক্কা হাঁকানোর উৎসব করছেন। যদিও বলেন, ছক্কা মারার পরিকল্পনা করেন না। চলতি আসরে ৩ নম্বরে নেমে অসাধারণ ব্যাটিং করছেন তিনি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩০ বলে ৭৫ রান আর হায়দরাবাদের বিপক্ষে ২৬ বলে ৭০ রান করেন। ছক্কা হাঁকানোর তালিকায়ও তিনি শীর্ষে। দুই ইনিংসে ১৩টি ছক্কা এবং স্ট্রাইক রেট ২৫৮.৯১ – যা এখন পর্যন্ত সবার চেয়ে বেশি।
পুরানের ঠিক পরেই রয়েছেন মিচেল মার্শ। লখনৌর এ ওপেনার ১২৪ রান করেছেন দুই ম্যাচে। দিল্লির বিপক্ষে ৩৬ বলে ৭২ এবং হায়দরাবাদের বিপক্ষে ৩১ বলে ৫২ রান করেছেন।
হায়দরাবাদের ট্রাভিস হেড তৃতীয় স্থানে রয়েছেন। ২০২৪ আসরের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩১ বলে ৬৭ রান করেন। লখনৌর বিপক্ষে তার ২৮ বলে ৪৭ রানও ছিল নজরকাড়া।
এমএইচ/জিকেএস