৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব উত্তরপত্র মূল্যায়নের জন্য তৃতীয় পরীক্ষকের কাছে পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই খাতা দেখা এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে কবে নাগাদ এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যাবে, তা জানেন না খোদ পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
Advertisement
জানতে চাইলে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) দুজন কর্মকর্তা জানান, গত নভেম্বরে পিএসসির কমিশন সভায় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব খাতা তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়। কিন্তু তৃতীয় পরীক্ষকদের তালিকা তৈরি করাটা চ্যালেঞ্জিং ছিল। সেটা করতে একটু সময় লেগেছে।
কে দক্ষ আর কার গ্রহণযোগ্যতা আছে বেশি, সেটা নিরূপণ করতে হয়েছে। এখন খাতা দেখার বেশ অগ্রগতির তথ্য পাওয়া গেছে। তবে কবে নাগাদ তা শেষ হবে এবং ফল প্রকাশ করা যাবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, জানান তারা।
পিএসসি গত বছরের নভেম্বরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
Advertisement
কমিশন জানায়, নব-নিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮ জন সদস্য কমিশনের সভায় ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহসংক্রান্ত সব বিষয় গুরুত্বসহকারে আলোচনা করেন। কমিশন উল্লিখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্তগুলো গ্রহণ করে।
আরও পড়ুন:
৪৬তম বিসিএসে শ্রুতিলেখকের জন্য আবেদন আহ্বান২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। পরীক্ষায় উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এরপর লিখিত পরীক্ষা এ বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে চলে ৩১ জানুয়ারি পর্যন্ত।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।
Advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।
এএএইচ/এমএইচআর/এমএস