জাতীয়

ঈদে পোশাকশ্রমিকদের জন্য ২ বিশেষ ট্রেন বরাদ্দ

ঈদে পোশাকশ্রমিকদের জন্য ২ বিশেষ ট্রেন বরাদ্দ
 

পোশাককর্মীদের ঈদযাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে দুটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত বিজিএমইএ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ঈদের আগে পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেনটি সন্ধ্যা ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে যাবে এবং রাত দুইটা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর স্পেশাল-১০ ট্রেনটি সকাল ৮টা ১৫ পার্বতীপুর থেকে ছেড়ে রাত ২ টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ট্রেন দুটি চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার ও জয়পুরহাটে বিরতি করবে।

ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেনটি জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর স্পেশাল-১০ ট্রেনটি রাত ১০টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে রাত ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ট্রেন দুটি চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার ও জয়পুরহাটে বিরতি করবে।

Advertisement

পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ ট্রেন দুটি ঈদের আগে ২৭, ২৮ ও ২৯ তারিখ এবং ঈদের পরের দিন হতে মোট তিন দিন চলাচল করবে।

এনএস/জেএইচ