জাতীয়

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগ। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনগাবতলীতে চাপ নেই, ন্যায্য ভাড়ায় ঢাকা ছাড়ছেন যাত্রীরাউত্তরে স্বস্তির ঈদযাত্রা, নেই যানজট

এ সময় ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-গুলশান বিভাগের পুলিশ সদস্য ও তেজগাঁও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে দূরপাল্লার বাসের ফিটনেস এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এছাড়াও বাস কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করা ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

Advertisement

কেআর/কেএসআর/জেআইএম