প্রবাস

কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, কুয়েতে বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

এদিন সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং কুয়েত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে রাষ্ট্রদূত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাণী পাঠ শেষে অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে শহীদ, বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের। এছাড়াও তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

Advertisement

পরিশেষে, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমআরএম/জেআইএম