জাতীয়

বেশি ভাড়া আদায়, চট্টগ্রামে তিন বাস কাউন্টারকে জরিমানা

বেশি ভাড়া আদায়, চট্টগ্রামে তিন বাস কাউন্টারকে জরিমানা

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে তিন বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ।

Advertisement

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নগরীর সাগরিকা, অলংকার, একে খান এবং কর্নেল হাটে এ অভিযান চলে। অভিযানে চট্টগ্রাম মহানগর পুলিশ, মালিক শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেয়।

অভিযানে বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া, সিএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম অংশ নেন।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে নগরীর বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার অতিরিক্ত ভাড়া আয়ের অভিযোগ পাওয়ায় তিন বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে। অভিযানের সময় বাড়তি নেওয়া ভাড়া আদায় করে যাত্রীদের কাছে ফেরত দেওয়া হয়।

Advertisement

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম