চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত ১২টা থেকে বুধবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
Advertisement
সিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হলেন- ডবলমুরিং মডেল থানার আসামি মো. রাজু (১৯), মো. জিয়াউর রহমান (২৩), মো. ইয়াকুব (২৪), মো. কাউসার (২৫), মো. ইমন (২২), মো. শাকিব (২২), মো. আরিফ (২২), মো. সুজন ওরফে নোমান (২৪), রাবেয়া খাতুন ওরফে জেসমিন বেগম (৪০), মো. সাগির (৩৮), মো. আরিফ (২৩), সদরঘাট থানার আসামি মো. বাবু (২৫), মো. মাসুম খান (৩৮), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. ইরফানুল ইসলাম হৃদয় (২৮), উজ্জ্বল দত্ত (৩৫), দিদারুল আলম (৩৭), কোতোয়ালি থানার আসামি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (৪৪), মোহাম্মদ সামী (২৩), পাঁচলাইশ থানার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাঁশখালী উপজেলা শাখার শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম (২৩), মো. সোহেল ওরফে সুহেল (২২), বন্দর থানার আসামি মো. রায়হান হোসেন ওরফে রুকন (৩০), কর্ণফুলী থানার আসামি মো. আরিফ (২৫), পতেঙ্গা থানার আসামি মো. আব্দুল মাবুদ ওরফে বাবলু (৩৫), চাঁন্দগাও থানার আসামি সাইফুর রহমান সৈকত (৩৫), মো. রিয়াজ (২১), মো. আলী (৩০), তারা (২৪), পারভিন আক্তার (১৮), মো. জালাল হোসেন (৩০), মুন্নি আক্তার মিথিলা (২০), মো. এমদাদুল রহমান রাসেল (২৭), স্বপন দে (৩৮), হালিশহর থানার আসামি দেবরাজ রতন ওরফে দেবু (৪০), ইপিজেড থানার আসামি মো. সুমন মন্ডল (৩২), চকবাজার থানার আসামি ফারদিনুল ইসলাম (২৬), মো. মোশাররফ হোসেন টিপু (২৬), ফিরোজ আহম্মদ (৭৫), নজরুল ইসলাম (৩৬), মো. রাব্বি (২৪), মো. আবু জায়েদ মেহরাব (৩১), পরাগ কুইয়া (২০), রবিউল হোসেন (১৮), মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন (৪৪), মো. হৃদয় (২২), ইসহাক উদ্দিন রিয়াজ (২৮), মীর আসাদ মাহমুদ (২৪), পাহাড়তলী থানার আসামি মো. রোমান উদ্দিন (৩৩), মো. জসিম (২৬), মো. সাগর (২৮), মো. হাতেম (৩২), রবিউল আলম (২৭), আবুল কালাম (৪৬), মো. আনোয়ার হোসেন (৪০), বাকলিয়া থানার আসামি ৪। মো. নুরুল হুদা (৩৮), আশরাফ উদ্দিন রিয়াজ (২৮), মীর সাদ মাহাম্মদ (২৪), আকবরশাহ্ থানার আসামি শিমলা আক্তার মিম (১৮), খুলশী থানার আসামি মো. শাহিনুর ইসলাম সম্রাট (১৯), মো. মহিউদ্দিন ইসলাম (২০) এবং মো. আরিফ হোসেন শান্ত (১৯)।
এমডিআইএইচ/এমআরএম/জেআইএম
Advertisement