পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নানা-নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলপথের ঈশ্বরদী উপজেলার উত্তর বাঘইল এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন বাঘইল উত্তরপাড়া এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল হোসেন সরদার (৫৫) ও উপজেলার চরমিরকামারী গ্রামের ইসমাইল হেসেনের মেয়ে মুনতাহা (৫)। সম্পর্কে তারা নানা-নাতনি।
স্থানীয় বাসিন্দা রিমন হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে রেললাইনে বসেছিলেন নানা-নাতনি। এসময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার ভেড়ামারা অভিমুখী ট্রেনের একটি ইঞ্জিন তাদের ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশু মুনতাহারও মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এটি রেলওয়ে থানার আওতাধীন। তারা বিস্তারিত বলতে পারবেন।
Advertisement
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওসি জিয়াউর রহমানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শেখ মহসীন/এসআর/জেআইএম