পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও ভুটান থেকে পাথর আমদানি শুরু হয়েছে। টানা আড়াই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটি থেকে চারটি পাথরবোঝাই ট্রাক এই শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
Advertisement
স্থলবন্দর সূত্র জানায়, দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিংয়ের নামে গত জানুয়ারি থেকে পাথর রপ্তানি বন্ধ করে দেয় ভুটান। এতে স্থবিরতা নেমে আসে স্থলবন্দরে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় ভুটান থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ ছিল। তবে সব সমস্যা কাটিয়ে বৃহস্পতিবার থেকে পাথর আসা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম দিনে চারটি পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করি, কোনো সমস্যা না হলে ঈদের বন্ধের পর থেকে যথারীতি ভুটান থেকে পাথর আমদানি হবে।
Advertisement
সফিকুল আলম/এসআর/জেআইএম