রাজধানীর লালবাগ থানার নিউ পল্টন ও কামরাঙ্গীরচর থানা এলাকায় পৃথক ঘটনায় কলেজ শিক্ষার্থী ও এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন, ছাত্র বেঞ্জির আহমেদ রোজ (১৯) ও মো. আরিফ (৩০)।
Advertisement
বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ও (২৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. ফেরদৌস আলম বলেন, আমার ভাগিনা মুন্সি আব্দুর রউফ কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতরাত সাড়ে ১০টার দিকে নিজ রুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে লালবাগ থানার পুলিশকে খবর দিলে তারা এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পুলিশের সহযোগিতায় দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর ঘটনা জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
Advertisement
অন্যদিকে, কামরাঙ্গীরচর থানায় এলাকার মহিউদ্দিন টিম্বার অ্যান্ড স, মিলের ভেতরে মো. আরিফ (৩০) নামের এক কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা সহকর্মী হৃদয় ও রাসেল জানান, আমরা ওই স, মিলে কাজ করি। আজ সকালের দিকে স মিলের মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Advertisement
এমআরএম/জিকেএস