খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দলের জিম্বাবুয়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই পরিকল্পনার আওতায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। দুই সিরিজের মাঝে তিন দেশের অংশগ্রহণে হবে ত্রিদেশীয় সিরিজ। যা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দুই দলের জিম্বাবুয়ে সফরটি চলবে ২৮ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত।

Advertisement

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এর ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি এ সফরকে ‘বিগত কয়েক বছরে সবচেয়ে বড় আন্তর্জাতিক হোম সিজন’ বলে উল্লেখ করেছেন।

২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। আর ২০১৪ সালের আগস্টের পর প্রথমবার প্রোটিয়াদের আতিথ্য দেবে তারা। পাশাপাশি ২০১৬ সালের আগস্টে নিউজিল্যান্ড সফরের পর প্রথমবার কিউইদের বিরুদ্ধে টেস্ট খেলবে আফ্রিকার দলটি।

সিরিজ শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। দুটি টেস্টই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট শুরু হবে ২৮ জুন, আর দ্বিতীয়টি জুলাই ৬।

Advertisement

এরপর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে, যা জুলাই ১৪ থেকে জুলাই ২৪ পর্যন্ত চলবে। সেরা দুই দল ২৬ জুলাই ফাইনালে মুখোমুখি হবে। পুরো সিরিজ হারারেতে অনুষ্ঠিত হবে।

মাকোনি বলেন, ‘এটি আমাদের জন্য বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক হোম সিজন এবং আমাদের খেলোয়াড়দের জন্য বিশ্বের দুই শক্তিশালী ক্রিকেট দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার অসাধারণ সুযোগ। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং রোমাঞ্চকর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করা জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতির জন্য দারুণ এক পদক্ষেপ।’

সর্বশেষ ২০১৮ সালের জুলাইয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল জিম্বাবুয়ে। সেখানে অস্ট্রেলিয়া ও পাকিস্তান অংশ নিয়েছিল এবং পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল।

জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

প্রথম টেস্ট: ২৮ জুন – ২ জুলাইদ্বিতীয় টেস্ট: ৬ জুলাই – ১০ জুলাই

Advertisement

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ

১৪ জুলাই : জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা১৬ জুলাই : নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা১৮ জুলাই : জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড২০ জুলাই : জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা২২ জুলাই : নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা২৪ জুলাই : জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড২৬ জুলাই : ফাইনাল

জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

প্রথম টেস্ট: ৩০ জুলাই – ৩ আগস্টদ্বিতীয় টেস্ট: ৭ আগস্ট – ১১ আগস্ট

এমএইচ/জেআইএম