পৃথিবীতে আজ যেটা ঘটছে, কাল সেটা ইতিহাস। কিন্তু অনেক ঘটনাই আমরা ভুলে যাই। তবে কিছু ঘটনা আমাদের স্মরণ রাখতেই হয়। স্মরণ রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করা যায়। তাই কৌশলে মনে রাখার জন্য আজকের আয়োজন।১. প্রশ্ন : বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীতে কততম অবস্থানে?উত্তর : ৮ম দেশ।২. প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টর ছিল?উত্তর : ৮ নম্বর সেক্টর।৩. প্রশ্ন : মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব কত?উত্তর : ৮ ফুট।৪. প্রশ্ন : বিশ্বে পারমাণবিক শক্তির অধিকারী দেশ কয়টি?উত্তর : ৮টি।৫. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে- উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।৬. প্রশ্ন : বিশ্ব সাক্ষরতা দিবস কবে?উত্তর : ৮ সেপ্টেম্বর।৭. প্রশ্ন : ডি-৮ এর সদস্য দেশ কয়টি?উত্তর : ৮টি।৮. প্রশ্ন : রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন অনুচ্ছেদে?উত্তর : ৮ নম্বর।৯. প্রশ্ন : মধ্য আমেরিকার দেশ কয়টি?উত্তর : ৮টি।১০. প্রশ্ন : সার্কের সদস্য দেশ কয়টি?উত্তর : ৮টি।১১. প্রশ্ন : আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?উত্তর : ৮ মার্চ।১২. প্রশ্ন : রংপুর এবং রাজশাহী বিভাগে জেলা আছে-উত্তর : ৮টি করে।১৩. প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?উত্তর : ৮ বর্গ কিলোমিটার।১৪. প্রশ্ন : বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?উত্তর : ৮ম মহাসচিব।১৫. প্রশ্ন : Millennium Development Goal- এর লক্ষ্য কয়টি?উত্তর : ৮টি।১৬. প্রশ্ন : বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয়?উত্তর : ৮ মে।১৭. প্রশ্ন : বাংলাদেশে মোট সার কারখানা কয়টি?উত্তর : ৮টি।১৮. প্রশ্ন : বাংলাদেশে মোট সরকারি ইপিজেডের সংখ্যা কত?উত্তর : ৮টি।১৯. প্রশ্ন : অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কয়টি?উত্তর : ৮টি।২০. প্রশ্ন : মাকড়সার পা কয়টি?উত্তর : ৮টি।এসইউ/এবিএস
Advertisement