বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
কৃষ্ণসাগরে নৌযুদ্ধ বন্ধের বিষয়ে আলাদা চুক্তিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সৌদি আরবে তিন দিনব্যাপী শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ চুক্তি হয়।
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রেরমহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তুরস্কে গণতন্ত্রের গলা টিপে ধরেছেন এরদোয়ানরিসেপ তাইয়েপ এরদোয়ান ২২ বছর ধরে তুরস্ক শাসন করছেন। তার শাসনামলে দেশটির গণতান্ত্রিক ভিত্তি ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে। ২০১৭ সালে সংবিধান পরিবর্তনের পর থেকে এরদোয়ান প্রায় অবারিত ক্ষমতায় দেশ পরিচালনা করছেন। তার সরকার এখন তুরস্কের বিচার বিভাগ, নিরাপত্তা সংস্থাসহ প্রায় সব গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
Advertisement
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ স্বীকৃতি দিচ্ছে আলজেরিয়াফরাসি ঔপনিবেশিক শাসনকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আইন প্রণয়ন করতে চলেছে ফ্রান্সের এক সময়ের উপনিবেশ আলজেরিয়া। এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রণয়নের লক্ষ্যে দেশটির পার্লামেন্টে একটি কমিটি গঠন করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত হলে তা সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে।
সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানালো সৌদিসিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়। এই হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক’ দেশ হিসেবে তালিকাভুক্ত করতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। একই সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের ওপর যুক্তরাষ্ট্র প্রশাসনকে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।
Advertisement
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের এক-তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না।
তুরস্কে এরদোয়ানবিরোধী বিক্ষোভ: গ্রেফতার ১৫০০তুরস্কে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ও বিরোধীনেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর বিক্ষোভ ছড়িয়ে পরে। যা এখনো চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধজনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির প্রশাসন। এরই মধ্যে এক হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংসদে মরা মাছ নিয়ে আইনপ্রণেতার প্রতিবাদঅস্ট্রেলিয়ায় সংসদে সিনেট অধিবেশনে একটি মৃত স্যামন মাছ হাতে ঝুলিয়ে ধরে সরকারের প্রস্তাবিত একটি খামার সুরক্ষা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এক আইনপ্রণেতা।
এমএসএম/জেআইএম