ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক।
Advertisement
বুধবার (২৬ মার্চ) ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে সশস্ত্রযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূ-খণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাঁটি-হাঁটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।
তিনি বলেন, আমাদের কিছু ভুল-ভ্রান্তি আছে, কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। তারপরও আমরা এই দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে একই সময়ে বহুদিন স্বাধীন হয়েছে, তারা বহুদূর এগিয়ে গেছে। আমরা সেই মাত্রায় ও আঙিকে এগোতে পারিনি। এতে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই এগিয়ে যেতে পারবো, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
Advertisement
ড. খালিদ বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদের প্রত্যাখ্যান করতে হবে। দেশকে উন্নত করতে আগামী দিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে।
বাংলাদেশকে অপরূপ সুন্দর হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশের মতো সুন্দর দেশ, রৌদ্রোজ্বল আবহাওয়া, সূর্যের তাপ পৃথিবীর বহু দেশে নেই। পৃথিবীর কোনো কোনো দেশে প্রচণ্ড শীত, কোথাও প্রচণ্ড গরম আবার কোথাও প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের দেশের আবহাওয়া বৈচিত্র্যময়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত মিলে এদেশটি অপরূপ।
ড. খালিদ বলেন, এ দেশের মাটিও অত্যন্ত ঊর্বর। একটি গাছ রোপণের অল্প পরিচর্যা করলেই ফল পাওয়া যায়, ফুল ফোটে। তিনি দেশের উন্নয়নে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া উপদেষ্টা স্বাধীনতাযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
Advertisement
এর আগে সকাল থেকে বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী খতমে কোরআনে অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুছ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ।
এমএএস/বিএ/জেআইএম