খেলাধুলা

‘আগেই এমন কথা বলতে যান কেন, যেটা মাঠে পারবেন না’

‘আগেই এমন কথা বলতে যান কেন, যেটা মাঠে পারবেন না’

ম্যাচের আগেই গর্জন তুলেছিলেন রাফিনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কণ্ঠে ছিল হুমকির সুর। বলেছিলেন, ‘কোনো সন্দেহ নেই আমরা তাদের (আর্জেন্টিনা) হারিয়ে দেব। মাঠ এবং মাঠের বাইরে, আমরা তাদের হারাবই। একদম উড়িয়ে দেব।’

Advertisement

বাস্তবে দেখা গেলো উল্টো ঘটনা। মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাই উড়িয়ে দিলো ব্রাজিলকে। জিতলো ৪-১ গোলের বড় ব্যবধানে।

ম্যাচ শেষ। কিন্তু রাফিনহার মন্তব্যের রেশ এখনও কাটেনি। ব্রাজিলকে উড়িয়ে দেয়ার পর রাফিনহাকে উদ্দেশ্য করে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন, ‘আগেই এমন কথা বলতে যান কেন, যেটা মাঠে পারবেন না! আমরা সবসময় মাঠেই কথা বলি। আমরা প্রতিটি অনুশীলনে এবং প্রতিটি ম্যাচে নিজেদের প্রমাণ করতে থাকি।’

ম্যাচে প্রথম গোল করা জুলিয়ান আলভারেজ মনে করছেন, বিতর্কিত ওই মন্তব্য আর্জেন্টিনা দলকে আরও অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘অবশ্যই, এই ধরনের কথা ম্যাচে উত্তেজনা যোগ করে। আমরা বিনয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দারুণ একটি ম্যাচ খেলেছি এবং সেটা মাঠে দেখিয়ে দিয়েছি।’

Advertisement

আর্জেন্টাইন ডিফেন্ডার রড্রিগো ডি পল রাফিনহা এবং আর্জেন্টিনার সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দেন এভাবে, ‘কিছুই হয়নি। আমরা মাঠে যা করার, তাই করেছি। আমরা কখনো কাউকে অসম্মান করিনি, অথচ বছরের পর বছর ধরে আমাদের যথেষ্ট অসম্মান করা হয়েছে। আমরা সেরা দল, আমাদের সম্মান করা উচিত।’

ডি পল আরও বলেন, ‘কেউ আমাদের সাহায্য করেনি, আমরা নিজেদের যোগ্যতায় এখানে পৌঁছেছি এবং তা বারবার প্রমাণ করছি। আমরা গত পাঁচ-ছয় বছর ধরে সেরা দল। ওনার (রাফিনহা) উচিত আমাদের সম্মান করা।’

এমএমআর/জেআইএম

Advertisement