খেলাধুলা

শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের

শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের

দু’দিন আগেই লজ্জার রেকর্ড স্পর্শ করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। দু’দিন পর তাকে সাময়িক স্বস্তি এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন পাঞ্জাব কিংসের এই অস্ট্রেলিয়ান ব্যাটার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গড়েন সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া তথা ডাক মারার লজ্জার কীর্তি।

Advertisement

গুজরাতের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। তবে সাই কিশোরের প্রথম বলেই এলবিডব্লিউ হন তিনি। স্পিনারের বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ম্যাক্সি। ব্যাটে-বলে হয়নি। গোল্ডেন ডাক মেরে কোনও রান না করেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে।

এই ম্যাচসহ আইপিএলে ১৯ বার শূন্য রানে আউট হলেন ম্যাক্সওয়েল। তিনি ছাড়িয়ে যান রোহিত এবং দিনেশ কার্তিককে। এ দু’জন আইপিএলে ১৮ বার শূন্য রানে আউট হন। এতদিন তাদের সঙ্গেই ছিলেন ম্যাক্সওয়েল। তবে মঙ্গলবার রাতে এই ম্যাচে সকলকে টপকে গেলেন তিনি। ম্যাক্সওয়েলের এ কীর্তির পর কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন রোহিত।

আইপিএলের ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিন জনের পরেই রয়েছেন পিযূষ চাওলা ও সুনিল নারিন। দু’জন ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মানদিপ সিং ১৫ বার শূন্য রানে সাজঘরে ফেরেন। ১৪ বার শূন্য রানে আউট হন মানিশ পাণ্ডে ও আম্বাতি রায়ডু।

Advertisement

গত বার আইপিএলও একেবারেই ভাল যায়নি ম্যাক্সওয়েলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। বেঙ্গালুরু ছেড়ে দেয় তাকে। এবার নিলামে ৪ কোটি ৮০ লক্ষ রুপিতে তাকে কেনে পাঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা খুব খারাপ হল ম্যাক্সওয়েলের।

আইএইচএস/