দেশজুড়ে

ভোর বেলায় দেখা গেলো অচেতন হয়ে পড়ে আছেন তারা

ভোর বেলায় দেখা গেলো অচেতন হয়ে পড়ে আছেন তারা

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের পাওয়া যায়। জ্ঞান না ফেরায় এখনো তাদের পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে একজনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা, পানি ও রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি কিছু বলতে পারেননি। ধারণা করা হচ্ছে তারা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। শহরের ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।

Advertisement

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।

আরমান হোসেন রুমন/এমএন/এমএস