দেশজুড়ে

ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হলে মানা হবে না: নাহিদ

ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হলে মানা হবে না: নাহিদ

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।

Advertisement

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এক কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এছাড়া সংবিধান আঁকড়ে রেখে পুরোনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন নাহিদ।

Advertisement

এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনসিপি নেতারা

মাহফুজুর রহমান নিপু/এমএন/এএসএম