জোকস

জোকস : কোনো আওয়াজ পাচ্ছি না

কোনো আওয়াজ পাচ্ছি নামিসেস জেসমিন বাড়ির দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন। কিছুক্ষণ পর তার মনে হল মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। তাই রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন-জেসমিন : কী, কাজ করছ তো, নাকি ফাঁকি মারছ?মিস্ত্রি : না, কাজ করছি।জেসমিন : আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না।মিস্ত্রি : হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?****অনেকগুলো হাতিশিক্ষক : মন্টি, এমন একটা প্রাণির নাম বলো, যার আদ্যক্ষর ‘হ’।মন্টি : হাতি।শিক্ষক : গুড! এবার এমন একটা প্রাণির নাম বলো তো, যার আদ্যক্ষর ‘অ’।মন্টি : অনেকগুলো হাতি!****এইটা কোন স্টেশনএক মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল। পরের স্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাসা করল- মেয়ে : এইটা কোন স্টেশন?কিন্তু হৈ চৈ এর কারণে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে ওয়েটিং রুমে নিয়ে আবার জিজ্ঞাসা করল- মেয়ে : এইটা কোন স্টেশন?লোক : একশ’ বার কইরা কইলাম যে, এইডা রেল স্টেশন। আর আপনে বিশ্বাসই করতাছেন না।****বান্টিকে চিঠি লিখছিছোট্ট মলি বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মা বললেন-মা : মলি মা আমার, কী করছ?মলি : বান্টিকে চিঠি লিখছি মা।মা : কিন্তু তুমি তো এখনো লিখতে জানো না।মলি : বান্টিও এখনো পড়তে জানে না মা।এসইউ/এবিএস

Advertisement